ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন রহস্য

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ১৫, ২০২২, ০২:১৮ পিএম

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন রহস্য

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুরহস্য নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। মৃত্যুকালীন সময়ে চিকিৎসার দায়িত্বে থাকা আটজনকে ডেকে পাঠাল আদালত। চিকিৎসায় গাফিলতির বড়সড় অভিযোগ তোলা হয়েছে। দোষী প্রমাণিত হলে অপেক্ষা করে রয়েছে কড়া শাস্তি।

বুধবার আইনজীবীরা আট চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অব্যবস্থা এবং দায়িত্বে গাফিলতির অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, ম্যারাডোনাকে অসহায়ের মতো ফেলে রাখা হয়েছিল এবং তাঁর পরিস্থিতিকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। ফলে তিনি কোনও সাহায্য না পেয়েই মারা গিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

পারিবারিক ডাক্তার লিয়োপোল্ড লিউক এবং মনোবিদ অগাস্টিনা কোসাচভের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে অনেক আগে থেকেই। এ ছাড়াও আরও দুই কার্লোস দিয়াজ এবং ন্যান্সি ফলিনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তাদের চিকিৎসা পদ্ধতিতে গাফিলতি রয়েছে যেখানে তাঁরা জানতে মুহূর্তের অসতর্কতা কারওর মৃত্যু ডেকে আনতে পারে। অভিযোগ প্রমাণিত হলে আট থেকে ২৫ বছরের জেল হতে পারে।

Link copied!