ম্যারাডোনার হ্যান্ড অব গড জার্সিটি বিক্রি হলো ৮৩ কোটি ৭০ লাখে

ক্রীড়া ডেস্ক

মে ৫, ২০২২, ০৫:২১ এএম

ম্যারাডোনার হ্যান্ড অব গড জার্সিটি বিক্রি হলো ৮৩ কোটি ৭০ লাখে

৯ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার বা ৮৩ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হলো ফুটবলের জাদুকর কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোর গায়ে দেওয়া একটি জার্সি। ১৯৮৬ সালের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুবার গোল করার সময় আর্জেন্টিনার তারকা এই জার্সিটি পরেছিলেন। এই জার্সি পরেই তিনি বিশ্বখ্যাত "হ্যান্ড অফ গড" গোলটি করেন। নিলামকারী সংস্থা সোথেবি জানিয়েছে, এখন পর্যন্ত খেলার কোন স্মারক বিক্রির মধ্যে এই জার্সিই সর্বোচ্চ দামে বিক্রি হলো।  

২০ এপ্রিল শুরু হওয়া এবং বুধবার সকালে শেষ হওয়া ওই নিলামে সাতজন দরদাতা পোশাকটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

সোথবির স্ট্রিটওয়্যার এবং আধুনিক সংগ্রহের প্রধান ব্রহ্ম ওয়াচটার বলেন, "এই ঐতিহাসিক জার্সিটি শুধুমাত্র খেলাধুলার ইতিহাসে নয়, ২০ শতকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহুর্তের স্বাক্ষী। জার্সি বিক্রির পরে একটি বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন। 

নিলামের আগে গতমাস এপ্রিলের শুরুতে ম্যারাডোর বড় মেয়ে ডালমা ম্যারাডোনা অনেকটা আক্ষেপ করে বলেছিলেন, ৮৬ বিশ্বকাপে দ্বিতীয়ার্থে দুটি গোল করতে পারলেও একই জার্সি পরে থাকা সত্ত্বেও কেন প্রথমার্থে কোন গোল করতে পারেননি তার বাবা ম্যারাডোনা। নিলামের জার্সিটি আসলেই তার বাবার কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেন ডালমা। যদিও ডালমার সংশয়ের জবাবে; নিলামে আসল জার্সিটিকেই তোলা হচ্ছে বলে নিশ্চিত করে সোথবি কর্তৃপক্ষ।

Link copied!