যে কারণে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন দীপিকা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০৮:৫৬ পিএম

যে কারণে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন দীপিকা

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শুরুর আগে দৃশ্যটা দেখে অনেকেই চমকে গেছেন। মাঠের ভেতর বিশ্বকাপ ট্রফি নিয়ে গেছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

রবিবার সেই দৃশ্যই দেখা গেল। সাদা শার্টের ওপর বিশেষ ধরনের পোশাকে মাঠে বিশ্বকাপের পাশে দেখা যায় দীপিকাকে। এর আগে বিশ্বকাপ জয়ী স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস বিশ্বকাপ হাতে নিয়ে প্রবেশ করেন। ওই সময়ও তার সঙ্গে দীপিকা ছিলেন।

এদিকে বিশ্বকাপের মঞ্চে বলি নায়িকা দীপিকাকে দেখার পরে শুভাকাঙ্ক্ষী ও খেলা প্রেমিকদের মনে প্রশ্ন জেগেছে, দীপিকাকেই কেন বিশ্বকাপ ট্রফি উন্মোচনের জন্য নেয়া হলো? ভারতীয় এই অভিনেত্রীকেই কেন নিতে হবে? এ নিয়ে নানা আলোচনা-সমালোচনাও চোখে পড়ে সোশ্যালে।

বিশ্বকাপের ট্রফি মূলত সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে থাকে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি নিয়ে আসা হয় একটি বাক্সে করে। ২০১০ থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছে ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতোঁ।

বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লুই ভিতোঁ সেই বাক্সটিতে ট্রফি নিয়ে মাঠে হাজির হন দীপিকা। বিশ্বকাপে ভারত না থাকলেও একজন ভারতীয় হিসেবে ফাইনালে ট্রফি নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীপিকা।

Link copied!