রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন : ভিনি আর কুর্তোয়ায় ১৪তম চ্যাম্পিয়নস লিগ জয়

ক্রীড়া ডেস্ক

মে ২৯, ২০২২, ০৯:৪২ এএম

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন : ভিনি আর কুর্তোয়ায় ১৪তম চ্যাম্পিয়নস লিগ জয়

ভিনিসিয়াস জুনিয়রের গোলে ভর করে চ্যাম্পিয়নস লিগ জয় করল রিয়াল মাদ্রিদ। প্যারিসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ১-০ গোলে রিয়াল মাদ্রিদ হারাল লিভারপুলকে। রেকর্ড ১৪ বারের মত শিরোপা জয় করেছে লস ব্লাঙ্কোসরা।

রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়া অনিমানবীয় গোলকিপিং করেন। এক ফাইনালে ৯টি সেভ করে রেকর্ড করেছেন এই বেলজিয়ান গোলরক্ষক। ম্যাচের ৫৯ মিনিটে ভালভার্দের পাস থেকে গোল করেন ভিনিসিয়াস। আর এই গোলে বাজিমাত। 

এর আগে শ্বাসরুদ্ধকর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শুরু হয় প্যারিসে। দর্শক প্রবেশে দেরির জন্য ৩৬ মিনিট অপেক্ষা ছিল। ফলে বাংলাদেশ সময় রাত ১টা ৩৭ মিনিটে খেলা শুরু হয়। প্রথমার্ধ গোলশূন্য ছিল। মানে ও সালাহকে গোল বঞ্চিত করেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কুর্তোয়া। অফ সাইডের জন্য রিয়ালের বেনজেমা গোলবঞ্চিত হন। 

এর আগে দারুণ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। দুই দলই অসাধারণ লড়াই করেছে ম্যাচে। কামিলা কাবেলোর গানে মুগ্ধ ছিল প্যারিস। আর সাবেক তারকারাও ছিলেন গ্যালারিতে। জিদান, ফরাসি ওপেন টেনিস খেলতে যাওয়া নাদাল ও মেসুত ওজিলকেও দেখা যায় মাঠে। 

রিয়াল মাদ্রিদ ১৪তম ও লিভারপুল ৭ম চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামে। 

লিভারপুলের অনেক দর্শক প্যারিসের আসার বিমান জটিলতায় পড়েন। এছাড়া স্টেডিয়ামে প্রবেশেও জটিলতা দেখা দেয়। ফলে ফাইনাল শুরু হতে দেরি হয়। পুলিশের সাথে সমর্থকদের হাতাহাতি হয়েছে। টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। 

 

Link copied!