৭ জুন ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

রোহিত শর্মার সামনে কঠিন চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

জুন ৬, ২০২৩, ০৩:৩৬ এএম

রোহিত শর্মার সামনে কঠিন চ্যালেঞ্জ

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের মাটিতে ফাইনাল হওয়ায় সেখানকার কন্ডিশনকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার মতে, ডিউক বল এবং প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পেস আক্রমণ শক্তিশালী হওয়ায় ওভালের ভেন্যুতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে। তবে এই চ্যালেঞ্জ গ্রহনে তার দল প্রস্তুত বলেও জানান রোহিত। 
ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের ব্যাটিং কখনই সহজ নয়। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের ব্যাটিং গড় সবচেয়ে কম।  
এ চক্রের ১১ ম্যাচে ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের গড় মাত্র ২৮.০৬। ওপেনাররা মাত্র দু’টি সেঞ্চুরি করতে পেরেছেন।  
এই পরিসংখ্যানের সাথে একমত পোষণ করে রোহিত জানান, ইংল্যান্ডের মাটিত ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। টেস্ট বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমি মনে করি, ব্যাটারদের জন্য ইংল্যান্ডের আবহাওয়া চ্যালেঞ্জিং। কিন্তু যত বেশি এবং ভাল প্রস্তুতি নেয়া যায়, সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে।’
মজার বিষয় এবারের চক্রে, দু’টি সেঞ্চুরিই এসেছে দুই ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। ২০২১ সালের সিরিজে লর্ডসে লোকেশ রাহুল ১২৯ এবং ওভালে ১২৭ রানের ইনিংস খেলেন রোহিত। সেই ওভালেই খুব শীঘ্রই আবারও ব্যাট হাতে নামবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। 
ফাইনালের যুদ্ধ যখন উপভোগ করছেন, তখন রোহিত জানান ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটিং করার সময় কখনও সেট নয় ব্যাটাররা। তিনি বলেন, ‘ব্যাটার হিসেবে একটি বিষয় আপনি জানেন, গত বছর ব্যাটিং করার সময় আমি বুঝতে পেরেছিলাম ইংল্যান্ডের মাঠে আপনি কখনও সেট নন। আবহাওয়া পরিবর্তন হতে থাকে। এজন্য দীর্ঘক্ষণ ধরে মনঃসংযোগ ধরে রাখতে হবে এবং এটিই এই ফরম্যাটের চ্যালেঞ্জ।’

Link copied!