শিরোপার স্বপ্ন দেখছে ইন্টারমিলান

ক্রীড়া ডেস্ক

মার্চ ৯, ২০২১, ১০:৫৭ এএম

শিরোপার স্বপ্ন দেখছে ইন্টারমিলান

ইতালির লিগ সিরিএ তে শক্তিশালী আটালান্টাকে ১-০ গোলে হারিয়েছে ইন্টারমিলান। ম্যাচের ৫৪ মিনিটে স্ক্রিনিয়ার দলের হয়ে জয়সূচক গোলটি করেন। এই জয়ে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেল অ্যান্তোনিও কন্টের অধীনে থাকা ক্লাবটি। 

৩৮ ম্যাচের মৌসুম। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইন্টারমিলান। দ্বিতীয়স্থানে অবস্থান করছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। সমান ম্যাচে তাদের ৫৬ পয়েন্ট। ইন্টার এখন ৬ পয়েন্টের লিডে রয়েছে। ওদিকে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের অর্জন ২৫ ম্যাচে ৫২ পয়েন্ট। 

এই মৌসুমে এখনো জুভেন্টাসের ১৩ ম্যাচ বাকি রয়েছে। তাদের শিরোপা আশা ফিকে হয়ে যাচ্ছে। বড় অঘটন না হলে জুভেন্টাসের আশা বেশ কম। তারপরেও এই লিগ জমবে আশা করছেন অনেকে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ২-০ গোলে এভারটনকে হারিয়েছে। ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লন্ডনের ক্লাবটি উঠে এসেছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। ম্যানচেস্টার সিটি ৬৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।  

Link copied!