লাভের সিংহভাগ ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বৈঠক রয়েছে। সেখানেই এ বিষয়ে কথা হবে। এই বৈঠকে যোগ দিতে ডারবানে যাচ্ছেন বিসিসিআই সচিব জয় শাহ। পাকিস্তার বরাবর আপত্তি জানিয়ে আসছে। তারা আইসিসির লভ্যাংশ ভাগে ভিন্ন নীতি দাবি করে চলেছে।
আইসিসির লভ্যাংশ বন্টনের এই হিসেবে ভারত পাবে প্রায় ২ হাজার ৪৫০ কোটি টাকারও বেশি। এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) পাবে ৬ দশমিক ৮৯ শতাংশ, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে যাবে ৬ দশমিক ২৫ শতাংশ। বন্টনের হিসেবে বাংলাদেশ পাবে ৪ দশমিক ৪৬ শতাংশ!
অন্যান্য বোর্ডের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন ব্যবধানের কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, এই বন্টনের ক্ষেত্রে কাউকেই বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না।
সংবাদ সংস্থা পিটিআইকে আইসিসির এক প্রতিনিধি জানান, কোন দেশের ক্রিকেট বোর্ড কত টাকা পাবে তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। সে তিনটি হলো- আইসিসি র্যাঙ্কিংয়ে দেশের অবস্থান, আইসিসি প্রতিযোগিতায় সে দেশের ফলাফল, সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে সে দেশ কত টাকা আয় করছে।
বর্তমান কাঠামো অনুযায়ী, মোট লাভের ৮৮ দশমিক ৮১ শতাংশ পাবে ১২ টি পূর্ণ সদস্য। বাকি ১১ দশমিক ১৯ শতাংশ পাবে ৮২ টি সহযোগী দেশ।