সাকিব আল হাসানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলা এখন অনিশ্চিত। সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ হবে আরব আমিরাতে। আর ২৮ আগস্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে। এদিকে দেশের মাটিতে অস্ট্রেলিয়া আসবে। এরপর ইংল্যান্ডের আসার কথা রয়েছে। শুধু সাকিব নন। বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানেরও আইপিএল অনিশ্চিত হয়ে গেছে।
করোনার জন্য ভারতে আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল। আবার সেটা সেপ্টেম্বরে করার পরিকল্পনা হয়েছে। তবে মরুর বুকে। আর ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগ আগস্টের শেষে শুরুই হবে। যদিও শোনা যাচ্ছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অনুমতি সাকিব হয়তো পাবেন না। আবার অক্টোবরে ইংল্যান্ড আসবে। ফলে সাকিব আর মোস্তাফিজকে টি-টোয়েন্টি ক্রিকেটের ফ্রাঞ্চাইজিভিত্তিক এই আসরে নাও দেখা যেতে পারে।