সাকিব আল হাসানকে ছাড়াই একাদশ গড়েছিল আজ কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিন সুযোগ পেয়েছেন এ ম্যাচে। অবশ্য কলকাতা আরামে জিতেছে ম্যাচ। ৯ উইকেটে তারা বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুকে হারিয়েছে।
কোহলি টসে জিতে ব্যাটিং নেন। ১৯ ওভারে ৯২ রানে অলআউট হয় তারা। কোহলি নিজে ৫ রানে আউট হন। ডিভিলিয়ার্স ০ রানে বোল্ড আন্দ্রে রাসেলের বলে। দলীয় সর্বোচ্চ ২২ রান দেবদূত পাড়িকালের।
আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্তী দারুণ বল করেছেন। রাসেল ৯ রানে ৩টি উইকেট নেন। বরুণ সমান উইকেট পেয়েছেন ১৩ রান দিয়ে।
কলকাতার দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার ৮২ রানে জুটি উপহার দেন। গিল ৩৪ বলে ৪৮ রান করে আউট হন। আইয়ার ২৭ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। ১০ ওভারে জয় নিশ্চিত করে কলকাতা (৯৪/১,১০ ওভার)।