ফিরতি ম্যাচেও সাকিবদের পরাজিত করেছেন মাশরাফিরা। বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২ রানে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। ৭ ম্যাচে ১২ পয়েণ্ট নিয়ে টেবিলের যথারীতি শীর্ষেই মাশরাফিরা। বরিশাল টানা ৫ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে বরিশাল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা সিলেট ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে। যেখানে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত, টম মরেস ও থিসারা পেরারা। মোহাম্মদ ওয়াসিমের করা দ্বিতীয় ওভারে তিন উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় সিলেটের ব্যাটিং লাইন আপ। সেখান থেকেই দলকে টেনে তোলেন শান্ত ও মরেস জুটি। ১৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে এ জুটি স্কোরকার্ডে ৮১ রান যোগ করেন। ৩০ বলে ব্যক্তিগত ৪০ রানে আউট হন মরেস। এরপর পেরেরা ও (১৬ বলে ২১) ও শান্তর ৬০ রানের জুটিতে বড় সংগ্রহ পায় তারা। ৪৮ বলে ৫০ স্পর্শ করা শান্ত শেষ পর্যন্ত ৮৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার ৬৬ বলের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কা। ওয়াসিম ৩৪ রানে ৩ উইকেট নেন।
জবাবে খেলতে নেমে শুরুটা ভালোই ছিল বরিশালের। উদ্ধোধনী জুটিতে ৪২ রান স্কোরকার্ডে যোগ করেন সাইফ ও ইব্রাহিম। ১৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন সাইফ। ইব্রাহিম ৩৭ বলে ৪২। চারে নেমে ১৮ বলে ২৯ রান করেন সাকিব। মাশরাফির এক ওভারে তিন ছক্কা মেরে বিনোদন দিয়েছেন করিম জানাত। ১২ বলে ২১ রান করেন তিনি। ইফতিখার ১৩ বলে ১৭। শেষ ওভারে ম্যাচ দারুণ জমে ওঠেছিল। শেষ বলে ৭ রান দরকার ছিল। তবে ওয়াসিম ৪ রানের বেশি নিতে পারেননি। ৮ উইকেটে ১৭১ রানে থামে বরিশাল। রাজার শিকার ৩ উইকেট।
প্রসঙ্গত, শেষ ৫ ম্যাচেই জয় পেয়েছিল বরিশাল। একমাত্র হারটি ছিল তাদের নিজেদের প্রথম ম্যাচে সিলেটের কাছে। মিরপুরে গত ৭ জানুয়ারি ৬ উইকেটে হেরেছিল তারা। অন্যদিকে টানা ৫ ম্যাচ জয়ের পর সবশেষ চট্টগ্রামে কুমিল্লার কাছে ৫ উইকেটে হারে সিলেট। বরিশালকে হারিয়ে মাশরাফিরা আবার জয়ে ফিরল।