সাকিব আল হাসানের ব্যাটিং ও বোলিং নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১ ম্যাচ হাতে রেখে ৩ ম্যাচের সিরিজ ২-০ তে লিড নিল সফরকারীরা।
বাংলাদেশ ৪৯.১ ওভারে জয় নিশ্চিত করে (২৪২/৭)। জিম্বাবুয়ে ৫০ ওভারে ২৪০ রান করেছিল ৯ উইকেটে।
সাকিব ১০৯ বলে ৯৬ রান করেন ৮টি চারের সৌজন্যে। সাইফউদ্দিন ৩৪ বলে ২৮ করে উইকেটে সাকিবের সঙ্গে ছিলেন। এই দুজন ম্যাচ জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে ব্যাটিং নিয়েছিল জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে তারা ২৪০ রান সংগ্রহ করে ৯ উইকেটে। জবাবে বাংলাদেশের টপ অর্ডার ভাল না করলেও সাকিব হাল ধরেন ম্যাচের। এর আগে বোলিংয়ে ২ উইকেট নিয়েছিলেন। প্রথম ম্যাচেও তার ৫ উইকেট ছিল।
জিম্বাবুয়ের শুরুটা কঠিন ছিল। তবে চাকাভা (২৬), ব্রেন্ডন টেলর (৪৬), মায়ার্স (৩৪), মাধেভিরা (৫৬) ও সিকান্দার রাজার (৩০) লড়াকু ব্যাটিংয়ে মোটামুটি মানের একটি স্কোর গড়তে পারে স্বাগতিকরা।
বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ৪৬ রানে ৪ উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান প্রথম ওয়ানডে ম্যাচে ৫টি উইকেট পেয়েছিলেন। এই ম্যাচে তিনি ৪২ রান দিয়ে ২টি উইকেট নিতে সক্ষম হয়েছেন।
২৪১ রানের টার্গেট। তামিম ২০ ও লিটন ২১ রানে আউট হন। মিথুন (২) ও মোসাদ্দেক (৫) নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাহমুদউল্লাহ আউট হন ২৬ রানে। এছাড়া আফিফ করেছেন ১৫ রান।
বিস্তারিত আসছে.........