অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনোই টি-টোয়েন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ। তবে এবার ঘরের মাঠে সেই আক্ষেপ ঘোচানোর বড় সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভালো ক্রিকেট খেলে অজিদের সিরিজ হারানোর আত্মবিশ্বাস পাচ্ছে স্বাগতিকরা। আজ সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে কোন দলকেই বড় কিংবা ছোট হিসেবে মানতে রাজি নন রিয়াদ। তার মতে, 'আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, টি-টোয়েন্টি ফরম্যাটটা এমন যে র্যাঙ্কিংয়ে যতই উপরের দলই হোক না কেন, যদি খেলার মাঠে ভালো খেলতে পারেন যে কাউকে হারাতে পারবেন।'
বাংলাদেশ সফরে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। এ ছাড়াও দলে ইনজুরি সমস্যা তো থাকছেন। যার কারণেই কি এমন সুযোগ দেখছেন? এমন প্রশ্নে রিয়াদ বলেন, 'অবশ্যই ওদের গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার আসেনি। একই সময় আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে আমরা মিস করছি। আমরা লিটনকে মিস করছি, তামিমকে মিস করছি, মুশফিককে মিস করছি। তারপরেও এটা দলের ও দলের সবার জন্য একটা বড় সুযোগ। ইনশাল্লাহ আমি সব সময় বিশ্বাস করি যে আমরা ঘরের মাঠে শক্তিশালী দল। আমরা চেষ্টা করব এটা প্রমাণ করতে।'