সেঞ্চুরিয়নে বাংলাদেশের অগ্নিপরীক্ষা

ক্রীড়া ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ০৬:১২ পিএম

সেঞ্চুরিয়নে বাংলাদেশের অগ্নিপরীক্ষা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে চারটি জয় আছে বাংলাদেশ ক্রিকেট দলের।  সবগুলোই ঘরের মাঠে বা নিরপেক্ষ ভেন্যুতে জিতেছে টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সাফল্যের গ্রাফ জিরো। সেই ‘শূন্য’ স্থান এবার পূরণ করতে চায় বাংলাদেশ।

তাই দক্ষিণ আফ্রিকার মাটিতে ‘বিশেষ কিছু’ করার লক্ষ্য নিয়ে আজ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে তামিম ইকবালের দল। এমন কিছু করতে চায়, যা আগে কোন বাংলাদেশ দল করে দেখায়নি। জয় দিয়ে সিরিজ শুরু করে লক্ষ্যে পূরণের পথে এগিয়ে যেতে মরিয়া টাইগাররা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।   

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪টি, হার ১৭টি। চারটি জয়ের প্রথমটি এসেছিলো ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত  ওয়ানডে বিশ্বকাপে। পরের দু’টি ২০১৫ সালে। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো টাইগাররা। আর সর্বশেষ জয়টি ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে। যেটি হয়েছিলো ইংল্যান্ডে। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় নেই।

এবারের সফরের আগে মোট তিনবার দক্ষিণ আফ্রিকায় দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন সিরিজে ৮টি ম্যাচের সবগুলোতে হারে টাইগাররা। এছাড়া ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের এক ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচটিও হারে টাইগাররা। ঘরের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট ৯ ম্যাচ খেলে সবগুলো হেরেছে বাংলাদেশ।

পরিসংখ্যান বলছে, ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন জয় নেই বাংলাদেশের। শুধুমাত্র ওয়ানডে নয়, টেস্ট ও টি-টোয়েন্টিতেও কোন জয় নেই বাংলাদেশের। 

Link copied!