ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কৌরকে ২ আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করেছে আইসিসি। আজ এই বার্তায় সেটা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলার সময় তিনি ক্রিকেটীয় অপরাধ করেন। আম্পায়ারের আউটের সিদ্ধান্তে স্ট্যাম্প ব্যাট দিয়ে আঘাত করে ভেঙে ফেলেন। এরপর বাজে ভাষা ব্যবহার করেন। ট্রফি সেলিব্রেশন ও প্রেজেন্টশনে এমন কিছু বক্তব্য রাখেন যেটা আইসিসির কাছে নেগেটিভ প্রভাব ফেলেছে।
ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আর আম্পায়ারকে নিয়ে প্রকাশ্যে বাজে মন্তব্য করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারতীয় অধিনায়ক।
হারমানপ্রিতের নামের সঙ্গে যুক্ত হয়েছে ৪টি ডিমেরিট পয়েন্ট। তাই আইসিসির নীতিমালা অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো ক্রিকেটারের নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট থাকলে ২টি সাসপেন্ড পয়েন্ট হয়। হারমানপ্রিতের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। ফলে ১টি টেস্ট কিংবা ২টি ওয়ানডে অথবা ২টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। তার দল যে ধরনের ম্যাচ আগে খেলবে তার জন্য সেই ফরম্যাটের ম্যাচেই শাস্তি কার্যকর হবে।