মূলকোচ ছাড়াই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৬:২০ পিএম

মূলকোচ ছাড়াই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া

আসন্ন পাকিস্তান সফরে টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ ২৫ বছর পর নিরাপত্তা ইস্যুসহ নানা জটিলতা কাটিয়ে পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কোচ জাস্টিন ল্যাংগারের পদত্যাগের পর এটাই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ। ২০১৯ সালে আ্যাশেজ সিরিজের পর বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টও এটি।

অন্তর্বতী কোচ এ্যান্ড্র ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ১৭ সদস্যের এ টেস্ট দলে থাকছেন-

১. পেট কামিংস (অধিনায়ক) ২. এ্যাশটন আগার ৩. এ্যালেক্স ক্যারে ৪. ক্যামেরন গ্রিন ৫.মারকাস হ্যারিস ৬. জোশ হ্যাজেলউড ৭. ট্রাভিস হেড ৮.জোশ ইংলিস ৯. উসমান খাজা ১০.মারনাস ল্যাবুসচ্যাংন ১১.ন্যাথান লিওন ১২.মিশেল মার্শ ১৩.মিশেল নেছের ১৪. স্টিভ স্মিথ ১৫.মিশেল স্টার্ক ১৬.মিশেল শুয়েপসন  ১৭.ডেভিড ওয়ার্নার।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে আ্যাশেজ সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফাস্ট বোলার জোশ হ্যাজেলউডও ইনজ্যুরি কাটিয়ে স্কোয়াডে ফেরায় খুশি স্বতীর্থরা। যদিও গত বছরের অক্টোবর এবং সেপ্টেম্বরে পাকিস্তানে হতে যাওয়া সিরিজ নিরাপত্তা ইস্যুতে একেবারের শেষের দিকে এসে বাতিল করে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল। একই ইস্যুতে অস্ট্রেলিয়ার সিনিয়র খেলোয়াড়দের সফরে যাওয়া নিয়ে সংশয় রয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট এসোসিয়েশন-এসিএর নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, নিশ্চয়তা দেওয়া হলেও নিরাপত্তার বিষয়টি নিয়ে এখনো অস্ট্রেলিয়ার দু-একজন সিনিয়র খেলোয়াড় চিন্তিত রয়েছেন। 

রাওয়ালপিন্ডিতে ৪ মার্চ এ টেস্ট সিরিজ শুরু হবে। সফরে তিনটি ওডিআই ও একটি টি-টুয়েন্টি খেলবে দুদল।

Link copied!