গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ১৩৭ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১ জুলাই) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ১২০০ প্রাক্তন শিক্ষার্থী। ১৮৮৬ সাল হতে ২০২৩ পর্যন্ত এস এস সি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল মাঠ থেকে বের হয়ে গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল মাঠে এসে শেষ হয়।
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা বানু। শুভেচ্ছা বাণী ও বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হামিদ, জাহিদুল হক, রায়হানুল হক, আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল কবির, রেজাউল করিম, মনিন্দ্রনাথ, জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মধ্যে বুলু, হিল্লোল কবির, শফিউল ইসলাম, এনায়েত হোসেন, আতিক বাবু, নাহিদ, রব্বানী, রাগীব, হাসিব, হযরত আলী, আবুল হায়াত পুলক, ডা: মঞ্জুরুল হাসান সৌরভ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন -সাবেক শিক্ষার্থী মো: সানাউল রাব্বী পাভেল।
সবশেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি উৎসব ও কেক কাটার মাধ্যমে আয়োজন সমাপ্তি হয়।