বইমেলায় লুৎফর রহমান রিটনের ছোটদের বই 'ফেল্টুস? চড় খাবি!’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০১:২৪ পিএম

বইমেলায় লুৎফর রহমান রিটনের ছোটদের বই 'ফেল্টুস? চড় খাবি!’

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হলো প্রখ্যাত ছড়াকার লুৎফর রহমান রিটনের 'ফেল্টুস? চড় খাবি!’ বইটি। কিন্ডারবুকস-এর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটি সম্পর্কে লেখক লুৎফর রহমান রিটন বলেন, ‘আমার কোনো বইই কেনা সম্ভব নয়। কারণ, ছোটদের কাছে টাকা থাকে না। বড়রা কিনে দিলেই কেবল ছোটদের হাতে একটা বই পৌঁছুতে পারে। এক্ষেত্রে আমার প্রধান এবং একমাত্র অবলম্বন হচ্ছেন--বড়রা। অভিভাবকেরা। মায়েরা। বাবারা। ভাইয়া কিংবা বোনেরা। এবং শিক্ষকেরা।

আমার সৌভাগ্য, পরিবারের সিনিয়র সদস্যরা তাঁদের পরিবারের খুদে সদস্যদের প্রতি এবং আমার প্রতি সদয় থাকেন। তাঁরা অনেকেই বইমেলায় এসে নিজের জন্যে বই কেনার পাশাপাশি আমার বইও কেনেন। আমার শ্রদ্ধা এবং ভালোবাসা তাঁদের প্রতি।

প্রিয় অভিভাবক, আমার 'ফেল্টুস? চড় খাবি!' নামের ছড়ার বইটা বইমেলায় এসেছে। কিন্ডারবুকস-এর স্টলে (স্টল নাম্বার ৭১৯) বইটা রাখা আছে। বাংলা একাডেমির উল্টোদিকের মন্দিরের গেইট দিয়ে সোহরাওয়ার্দি উদ্যান অংশে প্রবেশ করার মুখেই সুসজ্জিত স্টলটি আপনার পরিদর্শনের অপেক্ষায়।’

রিটনের শিশুতোষ ছড়া ও কবিতা বিংশ শতকের শেষভাগে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। ২০০৭ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। শিশু সাহিত্যে অবদানের জন্য এই পুরস্কার ছাড়াও তিনি আরও বেশকিছু পুরস্কার পেয়েছেন।

Link copied!