ঈদে গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্টগুলো পর্যবেক্ষণ করবেন র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২২, ০৯:৪৭ পিএম

ঈদে গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্টগুলো পর্যবেক্ষণ করবেন  র‌্যাব ডিজি

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতে দেশজুড়ে দায়িত্বপালন করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করবেন। এরমধ্যে গাবতলী, সদরঘাট, পোস্তগোলা, মেঘনা ব্রিজ, মাওয়া, আরিচাঘাট, যমুনা ব্রিজ, ময়মনসিংহের ভালুকা, গাজীপুর, নরসিংদীর ঘোড়াশাল এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ যাওয়ার কথা রয়েছে র‌্যাবের ডিজির।   

সেসময় যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব সদস্যদের দায়িত্ব পালন, র‍্যাব কর্তৃক গৃহিত নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন র‌্যাব ডিজি।

 

Link copied!