ইন্দোনেশিয়ায় সিনোভ্যাক ট্রায়ালের প্রধান বিজ্ঞানীর `করোনায়’ মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২১, ১২:৫৮ এএম

ইন্দোনেশিয়ায় সিনোভ্যাক ট্রায়ালের প্রধান বিজ্ঞানীর `করোনায়’ মৃত্যু

ইন্দোনেশিয়ায় সিনোভ্যাকের টিকা ট্রায়ালের শীর্ষ বিজ্ঞানী ড. নোভিলা জাফরি বখতিয়ার (৫০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) ইন্দোনেশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

বিশ্বের যে কয়েকটি দেশে সিনোভ্যাক টিকার ব্যাপক ব্যবহার হচ্ছে, ইন্দোনেশিয়া তাদের মধ্যে অন্যতম। দেশটিতে করোনার প্রকাপ আবারও বাড়ছে। মৃত্যুবরণ করছেন অসংখ্য মানুষ। এর মাঝেই শীর্ষস্থানীয় এই বিজ্ঞানীর মৃত্যুর খবর এলো।

দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি বায়োফার্মার এক কর্মকর্তা জানান, করোনা বিধি মেনেই তাকে দাফন করা হয়েছে।

ইন্দোনেশিয়ার উদ্যোগবিষয়ক মন্ত্রী এরিক থোহির ইনস্টাগ্রামে জাফরির মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যু বায়োফার্মার জন্য ‌বিশাল ক্ষতি। তবে তিনি মৃত্যুর কোনো কারণ উল্লেখ করেননি।

বায়োফার্মার কয়েক ডজন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান ছিলেন এই বিজ্ঞানী। তিনি করোনা টিকার ট্রায়ালেরও প্রধান বিজ্ঞানী ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইন্দোনেশিয়া নতুন করে করোনার বৈশ্বিক ‘হটস্পটে’ পরিণত হয়েছে। মহামারির প্রকোপ সামলাতে তারা এতটাই হিমশিম খাচ্ছে যে হাসপাতালগুলোতে আর জায়গা খালি নেই। বেড না থাকায় রোগীদের ফেরত পাঠানো হচ্ছে।

ছবি: জাকার্তা পোস্ট।

Link copied!