ক্যালিফোর্নিয়ায় করোনার সুপার স্ট্রেইন!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১০:৪১ এএম

ক্যালিফোর্নিয়ায় করোনার সুপার স্ট্রেইন!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনার নতুন একটি স্ট্রেইনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, করোনার নতুন এই স্ট্রেইনটি পূর্বের স্ট্রেইনের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। আগামী মার্চের শেষ নাগাদ আক্রান্ত কোভিড রোগির ৯০ শতাংশ এই নতুন স্ট্রেইনটির কারণেই ভুগবেন।

নতুন এই স্ট্রেইনকে বিজ্ঞানীরা অভিহিত করছেন বি.ওয়ান.ফোর টু সেভেন/ বি.ওয়ান. ফোর টু নাইন নামে। এক সমীক্ষায় বলা হচ্ছে এধরনের স্ট্রেইন মানবশরীরে একাধিক ভাইরাসের কণা তৈরি করে। এবং এটি অ্যান্টিবডির বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধী শক্তির।

সানফ্রান্সিসকোর মিশন ডিস্ট্রিক্ট নেইবারহুডের আরেক সমীক্ষায় বলা হয়েছে গত নভেম্বরের শেষ দিকে নতুন স্ট্রেইনটির উপস্থিতির হার ১৬ শতাংশ হলেও জানুয়ারিতে তা ৫৩ শতাংশে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ায় ইতোমধ্যে ২০৪ জন নতুন এই স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন মানবশরীরে নতুন ও পুরাতন মিলিয়ে একাধিক স্ট্রেইনের বিস্তার ও মিউটেশন আদান প্রদান ঘটালে তা আরো মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করবে।

নতুন এই স্ট্রেইনটি যুক্তরাষ্ট্রেই উদ্ভব হয়েছে। যখন যুক্তরাষ্ট্রের হাসপাতালে কোভিডে মৃত্যুর সংখ্যা ও সংক্রমণ দুই হ্রাস পাচ্ছে তখন নতুন এই স্ট্রেইনে সার্বিক কোভিড পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

সূত্র: ডয়চে ভেলে

 

 

 

Link copied!