করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রংপুর বিভাগে শনিবার (৩ জুলাই) গত ২৪ ঘন্টায় ১৪ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে ৫৩২ জন নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, শনিবার মারা যাওয়া ১৪ জনের মধ্যে দিনাজপুর জেলার ৫ জন, ঠাকুরগাঁওয়ের ৪ জন, গাইবান্ধার ২ জন, পঞ্চগড় জেলার ১ জন, লালমনিরহাট জেলার ১ জন ও রংপুর জেলায় ১ জন রয়েছেন।এনিয়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু থেকে এ পর্যন্ত ৫৫১ জনের মৃত্যু হলো।
মোট মৃতদের মধ্যে দিনাজপুর জেলায় ১৯৮ জন, রংপুর জেলার ১১৫ জন, কুড়িগ্রামের ২৭ জন, ঠাকুরগাঁওয়ের ৯৩ জন, পঞ্চগড়ের ২৪ জন, নীলফামারীর ৩৮ জন, লালমনিরহাটের ২৯ জন ও গাইবান্ধার ২৭ জন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, শনিবার গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩২ জন করোনা পজিটিভি শনাক্ত হয়েছেন। করোনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬।
শনাক্তদের মধ্যে দিনাজপুরে ২৫৮ জন, ঠাকুরগাঁওয়ে ৯৪ জন, নীলফামারীর ১০ জন, পঞ্চগড়ের ৪২ জন, কুড়িগ্রামের ৩২ জন, লালমনিরহাটের ১২ জন, গাইবান্ধার ২৯ জন ও রংপুর জেলার ৫৫ জন রয়েছেন। রংপুর বিভাগে শনিবার গত ২৪ ঘন্টায় ১৪৬ জন সুস্থ হয়েছেন বলেও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে বলা হয়েছে।