এক চালানেই এল সিনোফার্মের ৫৪ লাখ টিকা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:১০ পিএম

এক চালানেই এল সিনোফার্মের ৫৪ লাখ টিকা

চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, ‘স্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করেছেন। এবারের চালানে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা এসেছে। সেগুলো পরে স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়েছে।'

এ নিয়ে মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ সিনোফার্মের টিকা পেল বাংলাদেশ।

দেশে গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের পাঁচ লাখ টিকা আসে। সেই টিকা চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু টিকা সরাসরি কেনার নীতিগত অনুমোদন দেয়।

পরে পর্যায়ক্রমে কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা দেশে আসে। দেশে এখন যে টিকাদান কর্মসূচি চলছে, তার একটি বড় অংশকেই এ টিকা দেওয়া হচ্ছে। এছাড়া উভয় দেশ যৌথভাবে টিকা উৎপাদনের চুক্তিও করেছে।

এর আগে গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এরপর তা ব্যবহারে অনুমোদন দেয় বাংলাদেশও।

Link copied!