আর্জেন্টিনার এক সমর্থক কাতারে হাজির হয়েছেন ছয় মাস আগেই!

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২২, ০৩:৩১ এএম

আর্জেন্টিনার এক সমর্থক কাতারে হাজির হয়েছেন ছয় মাস আগেই!

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। নভেম্বরের ২০ তারিখিই ঘুচবে সকল অপেক্ষার। এদিনই শুরু হবে জমকালো এই ফুটবল উৎসবের। এ কারণে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা অপেক্ষার প্রহর গুনছেন আর প্রস্তুতি নিচ্ছেন কীভাবে দীর্ঘ প্রতিক্ষিত আয়োজনটি উপভোগ করবেন। কিন্তু আর্জেন্টিনার সমর্থক মার্সেলো মার্তিনেজ হয়তো উন্মাদনার সব মাত্রা ছাড়িয়ে গেলেন। বিশ্বকাপ শুরুর ছয় মাস আগে থেকেই তিনি কাতারের রাজধানী দোহায় গিয়ে হাজির হয়েছেন।

ধারনা করা হচ্ছে, মার্তিনেজই হয়তো প্রথম সমর্থক যিনি এবারের আসরের আসর দেখতে কাতারে পাড়ি জমিয়েছেন। মার্তিনেজের আশা, লিওনেল মেসি তাঁর শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরবেন।

এ বছরের মে মাসে পিএসজি দলের সঙ্গে দোহায় যান আর্জেন্টিনার দুই তারকা আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। আর্জেন্টিনার এই সমর্থক বলেছেন, মারিয়া ও পারেদেসের সাথে দেখা করার জন্য আর্জেন্টিনার পতাকা নিয়ে আমি যখন হোটেলের দরোজার সামনে দাঁড়িয়ে আছি, তখন কেউ একজন এসে আমার সম্পর্কে জিজ্ঞেস করে। সব কিছু শোনার পর তিনি আমার ফোন নম্বর নেন এবং তাঁর বাসায় দুই মাস থাকার প্রস্তাব দেন। সেখানে এখন তিন মাস ধরে আছি।

কাতার বিশ্বকাপে 'সি' গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপে তাঁদের সাথী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবা লিওনলে মেসিরা। এরপর ২৭ নভেম্বর মেক্সিকো এবং ১ ডিসেম্বর পোল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

সূত্র: রয়টার্স

Link copied!