বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে দলগুলোর জন্য ছিল ইউরোপিয়ান লিগ। রোববার শেষ হওয়া এই টুর্নামেন্টে শনিবারের ম্যাচে ইনজুরিতে পড়েছেন চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। এরপর আবার খবর এলো ব্রাজিলের শুরুর একাদশে জায়গা মোটামুটি নিশ্চিত থাকা আরেক সেন্ট্রাল ডিফেন্ডার মার্কুইনোসও ইনজুরিতে। রোববার বিশ্বকাপের আগে লিগের পিএসজি শেষ ম্যাচেও ছিলেন না এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। পরে জানানো হয়, ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারও ইনজুরিতে।
পায়ের মাংস পেশিতে ব্যথা অনুভব করছেন মার্কুইনোস তবে তার ইনজুরি কতটা প্রকট ও সুস্থ হতে কতদিন লাগবে তা অবশ্য পিএসজির পক্ষ থেকে জানানো হয়নি।
কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, ব্রাজিলের রক্ষণের মূল এই ভরসা মিস করতে পারেন প্রথম ম্যাচ।
সিলভা ও মার্কুইনোস ছাড়াও ব্রাজিল শিবিরে আরও ইনজুরির দুশ্চিন্তা আছে। ৩৯ বছর বয়সে ব্রাজিলের দলে ডাক পেয়েছেন দানি আলভেস। কিন্তু তিনি পুরোপুরি ফিট হতে পারেননি এখনও। ব্রাজিলের কোচ তিতের প্রথম পছন্দের স্ট্রাইকার রিচার্লিসন বিশ্বকাপে যাওয়ার আগে একটি ম্যাচ খেলতে পেরেছেন। তবে অ্যান্টনি ছিলেন মাঠের বাইরে।