কাব্যামোদী, জ্ঞানতাপস দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২১, ০৯:৫১ পিএম

কাব্যামোদী, জ্ঞানতাপস দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (জন্ম: ১১ মার্চ, ১৮৪০ – মৃত্যু: ১৯ জানুয়ারি, ১৯২৬) ছিলেন বিশিষ্ট বাঙালি কবি, সংগীতকার, দার্শনিক ও গণিতজ্ঞ। তিনি বাংলা সংকেত লিপি (শর্ট হ্যান্ড) ও স্বরলিপি রচনার অন্যতম অগ্রপথিক ছিলেন। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা।

১৮৪০ খ্রীস্টাব্দের ১১ মার্চ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদাদেবী ও স্ত্রীর নাম সর্বসুন্দরী দেবী। ছেলে সুধীন্দ্রনাথ, দীপেন্দ্রনাথ, অরুণেন্দুনাথ। নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর, সৌমেন্দ্রনাথ, নাতনি লতিকা দেবী।

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বালক বয়সের শিক্ষা বাড়িতে থেকেই লাভ করেন। পরে দু’বছর তিনি সেন্ট পলস স্কুলে পড়াশোনা করেন। কিছুদিন হিন্দু কলেজ তথা বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন।

কবি হিসেবে দ্বিজেন্দ্রনাথের স্থান বিশিষ্ট। ১৮৭৫ সালে স্বপ্নপ্রয়াণ নামে রূপক কাব্য রচনা করে তিনি বাংলা সাহিত্যে নিজের জায়গা করে নেন। ভাষা, ছন্দ ও রচনাভঙ্গির দিক দিয়ে ঈশ্বর গুপ্তের বোধেন্দুবিকাশ (১৮৬৩) ও বিহারীলালের সারদামঙ্গল (১৮৭০) দুইয়েরই আদর্শ স্বপ্নপ্রয়াণে লিখিত হয়েছিল। পরে কাব্যমালা (১৯২০) নামে দ্বিজেন্দ্রনাথের আরও একটি কবিতার বই প্রকাশিত হয়।

দ্বিজেন্দ্রনাথ বাংলা ভাষায় প্রথম গানের স্বরলিপি ও বাংলা শর্টহ্যান্ডবিষয়ক বই রেখাক্ষর বর্ণমালা (১৯১২) লেখেন। বাংলা ব্যাকরণ নিয়েও তিনি চর্চা করেন। স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি কলকাতায় হিন্দুমেলার (১৮৬৭) আয়োজন করেন এবং ১৮৭০-৭৩ পর্বে তিনি এর সম্পাদক ছিলেন। বিদ্বজ্জন-সমাগম (১৮৭৪), সারস্বত সমাজ (১৮৮২), ভারতবর্ষীয় বিজ্ঞান সভা, ন্যাশনাল সোসাইটি, বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য সম্মেলন প্রভৃতি প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।

বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রনাথের প্রথম অবদান ছিল ধ্রুপদি সংস্কৃত ভাষায় রচিত কালিদাসের মেঘদূত কাব্যের বঙ্গানুবাদ। ১৮৬০ সালে, নোবেল পুরস্কার-বিজয়ী কনিষ্ঠ ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ঠিক এক বছর আগে, এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। গ্রন্থ প্রকাশকালে দ্বিজেন্দ্রনাথের বয়স ছিল মাত্র কুড়ি বছর। এই অনুবাদটিই ছিল মেঘদূতের প্রথম বাংলা অনুবাদ। দ্বিজেন্দ্রনাথ এই গ্রন্থ অনুবাদকালে দু-টি ভিন্ন বাংলা ছন্দশৈলী ব্যবহার করেছিলেন।

তার দ্বিতীয় উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ স্বপ্নপ্রয়াণ প্রকাশিত হয়েছিল ১৮৭৫ সালে। এই গ্রন্থ প্রকাশকালে রবীন্দ্রনাথ ছিলেন কিশোর মাত্র। এই কাব্যে এক যুবকের ভ্রমণবৃত্তান্ত বর্ণিত হয়েছে। এই গ্রন্থে বিভিন্ন ছন্দশৈলীর প্রয়োগের উপর তার আশ্চর্য নিয়ন্ত্রণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়। গ্রন্থটি সেই যুগের বাংলা কাব্যের এক দিকনির্দেশক এবং সেই কারণে এর ঐতিহাসিক মূল্যও অনস্বীকার্য।

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যখন কাব্যচর্চা শুরু করেন, তখন মাইকেল মধুসূদন দত্ত ছিলেন স্বীয় সাফল্যের শীর্ষদেশে। ১৮৫৬ সালে মাদ্রাজ (অধুনা চেন্নাই) থেকে কলকাতায় প্রত্যাবর্তন করার পর থেকে ইউরোপ যাত্রার পূর্বে ছয় বছর মাইকেল মধুসূদন একাগ্রতার সহিত তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৫৯), পদ্মাবতী (১৮৬০), মেঘনাদবধ কাব্য (১৮৬১), ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১), কৃষ্ণকুমারী (১৮৬১), বীরাঙ্গনা কাব্য (১৮৬২) ইত্যাদি কাব্য ও নাটকের মাধ্যমে বাংলা সাহিত্য জগৎকে সমৃদ্ধ ও প্রভাবিত করেন। দ্বিজেন্দ্রনাথের জীবদ্দশাতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বলিষ্ঠ লেখনী বাংলা সাহিত্যকে গৌরবের শিখরদেশে স্থাপন করে’। সেই যুগে বাংলার প্রত্যেক কবিই অল্পবিস্তর মধুসূদন দ্বারা প্রভাবিত হলেও, দ্বিজেন্দ্রনাথ ছিলেন এই প্রভাবের ঊর্ধ্বে। বরং মধুসূদনই দ্বিজেন্দ্রনাথকে ভবিষ্যতের কবি হিসাবে অভ্যর্থনা জানিয়েছিলেন।

উচ্চ প্রতিভাবান কবি হওয়া সত্ত্বেও ব্যক্তি দ্বিজেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত অগোছালো মানুষ। রবীন্দ্রনাথ লিখেছেন, স্বপ্নপ্রয়াণ কাব্যের ছেঁড়া পাণ্ডুলিপির পাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যেখানে সেখানে ছড়িয়ে পড়ে থাকত। এগুলি সংগ্রহ করে প্রকাশ করা গেলে তা উক্ত গ্রন্থের একটি মূল্যবান সংস্করণ হত।

দ্বিজেন্দ্রনাথ ১৮৯৪ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের বিশিষ্ট সদস্য এবং পরপর তিনবার (১৮৯৭-১৯০০) এর সভাপতি নির্বাচিত হন। তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনের (১৯১৩) মূল সভাপতি এবং আদি ব্রাহ্মসমাজের সম্পাদকের (১৮৬৬-৭১) দায়িত্বও পালন করেন। ১৮৭৭ সাল থেকে দীর্ঘ সাত বছর তিনি ভারতী ও ১৮৮৪ সাল থেকে সুদীর্ঘ ২৫ বছর তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেন। তিনি সাপ্তাহিক হিতবাদী (১৮৯১) পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন।

পরে দ্বিজেন্দ্রনাথ প্রাচীন ভারতীয় দর্শন ও সমাজতত্ত্ব চর্চায় মগ্ন ছিলেন। এসব বিষয়ে তার অনেক মূল্যবান রচনা আছে। দর্শনবিষয়ক রচনাগুলিতে তিনি শঙ্করের অদ্বৈতবাদকে খন্ডন করার চেষ্টা করেন। তিনি মহর্ষি-নির্দিষ্ট আদর্শ অনুসরণে উপাসনামূলক ব্রহ্মবাদের ব্যাখ্যা করেন। সমাজতত্ত্ববিষয়ক রচনায় দ্বিজেন্দ্রনাথ উনিশ শতকে প্রাচ্য ও পাশ্চাত্য আদর্শের সংঘাতের কারণ গভীর পর্যবেক্ষণ সহকারে আলোচনা করেন। এ বিষয়ে বঙ্কিমচন্দ্রের সঙ্গে তাঁর মিল পাওয়া যায়।

দ্বিজেন্দ্রনাথ ছবি আঁকাতেও বিশেষ দক্ষ ছিলেন। গণিত,  দর্শন, সাহিত্য প্রভৃতি বিষয়ে তার বেশ কয়েকটি বই আছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ভ্রাতৃভাব (১৮৬৩), তত্ত্ববিদ্যা (৪ খন্ড, ১৮৬৬-৬৯), সোনার কাঠি রূপার কাঠি (১৮৮৫), সোনায় সোহাগা (১৮৮৫), আর্য্যামি এবং সাহেবিআনা (১৮৯০), সামাজিক রোগের কবিরাজী চিকিৎসা (১৮৯১), অদ্বৈতমতের সমালোচনা (১৮৯৬), ব্রহ্মজ্ঞান ও ব্রহ্মসাধনা (১৯০০), বঙ্গের রঙ্গভূমি (১৯০৭), হারামণির অন্বেষণ (১৯০৮), গীতাপাঠের ভূমিকা (১৯১৫), প্রবন্ধমালা (১৯২০) প্রভৃতি। ইংরাজি ভাষাতেও তাঁর কয়েকটি বই প্রকাশিত হয়, যেমন Ontology (১৮৭১), Boxometry (বাক্স রচনা সম্পর্কিত, ১৯১৩)  ইত্যাদি। এছাড়া জ্যামিতি-বিষয়ে তাঁর একটি গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রন্থ আছে, যাতে বারোটি পুরানো স্বতঃসিদ্ধ বাতিল করে তিনি বারোটি নতুন স্বতঃসিদ্ধ উদ্ভাবন করেন।

দ্বিজেন্দ্রনাথ কিছু ব্রহ্মসঙ্গীত ও স্বদেশী গান লিখেছিলেন। হিন্দুমেলার জন্য লেখা তার এরূপ একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান হল ‘মলিন মুখচন্দ্রমা ভারত তোমারি।’ সেই সময় প্রতিবিম্ব, তত্ত্ববোধিনী, ভারতী, সাধনা, নবপর্যায়ের  বঙ্গদর্শন,  মানসী,  সাহিত্য পরিষৎ পত্রিকা, শান্তিনিকেতন, প্রবাসী,  সবুজপত্র প্রভৃতি পত্রিকায় তার অনেক রচনা প্রকাশিত হয়।

১৯২৬ সালের ১৯ জানুয়ারি শান্তিনিকেতনে তার মৃত্যু হয়।

Link copied!