আর্জেন্টিনায় ট্রফি যাক রিভালদোর চাওয়া

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২২, ০৬:০১ পিএম

আর্জেন্টিনায় ট্রফি যাক রিভালদোর চাওয়া

কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে এক ল্যাটিন দল আর্জেন্টিনা। আর কোয়ার্টার ফাইনালে সবাইকে কাঁদিয়ে বিশ্বকাপ মঞ্চ ছেড়েছে আরেক ল্যাটিন দল ব্রাজিল। রোববার (১৮ ডিসেম্বর) ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের আরেক পরাশক্তি ফ্রান্সের। এই লড়াইয়ে আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান গ্রেট রিভালদো। তাঁর বিশ্বাস, অপেক্ষার প্রহর পেরিয়ে এবার শিরোপা জিতবেন লিওনেল মেসি। বিশ্বকাপ ট্রফিটি আর্জেন্টিনা অধিনায়কের প্রাপ্য বলে মনে করেন এই সাবেক ফুটবলার। 

ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে শুভকামনা জানান এই ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। তাতে লিখেন, বিশ্বকাপে এখন ব্রাজিল কিংবা নেইমার নেই। তাই আমি আর্জেন্টিনার পক্ষে থাকব। মেসিকে নিয়ে নতুন কিছু বলার নেই। তোমার আগেই বিশ্বকাপ জেতা প্রাপ্য ছিল। তবে সৃষ্টিকর্তাই সবকিছু জানেন এবং এই রোববার তোমাকে মুকুট দেবেন।

তিনি বলেন, তুমি ব্যক্তি হিসেবে যেমন এবং সবসময় যে দুর্দান্ত ফুটবল খেলেছ, তাতে বিশ্বকাপ শিরোপা তোমার প্রাপ্য। তোমাকে টুপি খোলা অভিনন্দন। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।

Link copied!