হারলো ব্রাজিল, জিতলো আর্জেন্টিনা: ফেসবুকে যা লিখলেন তারকারা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২২, ০২:০৪ এএম

হারলো ব্রাজিল, জিতলো আর্জেন্টিনা:  ফেসবুকে যা লিখলেন তারকারা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে বিশ্ববাসী। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠে ঘাটে চায়ের কাপে মূল আকর্ষণ এখন কাতার বিশ্বকাপ। সেই তালিকায় আছে শোবিজের তারকারাও। বিশ্বকাপের শুরু থেকে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট করে সমর্থন জানাচ্ছেন প্রিয় দলের।

কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপের আসর থেকে ছিটকে পড়েছে এবারের আসরের হট ফেভারিট ব্রাজিল। একই সাথে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর ফলে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা। কে কী লিখেছেন সেটি নিয়েই এ আয়োজন—

পরীমনি, চিত্রনায়িকা

আর্জেন্টিনার অন্ধভক্ত পরীমনি। প্রতিটি খেলায় তাঁর ফেসবুকে দেখা যায় উন্মাদনা। দুই চোখে নাকি শুধু মেসিকে দেখেন তিনি। পরিবারসহ মেসির একটি ছবিও নিজের প্রোফাইলে শেয়ার করেছেন তিনি। মেসিকে চুমু ছুড়ে দিচ্ছেন এই রকমও একটি ভিডিও তাঁর প্রফাইলে দেখা যায়। গতকাল ব্রাজিল হেরে যাওয়ার পর আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ফেসবুকে পরী লিখেছেন, আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব, প্রমিস।

টয়া, অভিনেত্রী

বিশ্বকাপের শুরুতে জার্মানের সমর্থক ছিলেন টয়া। পরবর্তীতে জার্মান বাদ হওয়ার পর তিনি ব্রাজিলকে সমর্থন করেন। গতকাল ব্রাজিল হেরে যাওয়ার পর টয়া লিখেছেন, হোয়াট, ওএমজি, শেষ। পরে অন্য আরেক পোষ্টে টয়া লেখেন, ’আমি যেই দল সমর্থন করছি সেই দলই বাদ হয়ে যাচ্ছে।’ কমেন্টে নেটিজেনরা ফান করে আর্জেন্টিনা থেকে টয়াকে দূরে থাকতে বলেছেন।

কাজল আরেফিন অমি, পরিচালক

ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় পরিচালক অমি ব্রাজিল সমর্থক। খেলা শুরুর আগে তিনি লিখেছিলেন, ব্রাজিল সেমিফাইনালে আর্জেন্টিনাকে চায়। কি তোমরা আসবে তো? ধোকা দিবে না তো। দূর্ভাগ্যক্রমে ব্রাজিল হেরে যাওয়ার পর অমিকে কমেন্ট বক্সে ধরে বসে আর্জেন্টিনা সমর্থকেরা। পরবর্তীতে অমি আরেক পোষ্টে লিখেছেন, নেইমারকে দিয়ে শুরু করলো না কেন বুঝলাম না। পেনাল্টিতে নেইমারকে দিয়ে শুরু করা উচিত ছিল বলে মনে করেন অমি।

রায়হান রাফি, চিত্র পরিচালক

স্বাধীন বাংলা ফুটবল দলকে চলচ্চিত্রের মাঠে খেলানো রায়হান রাফির পছন্দের তালিকায় আছেন মেসি। ব্রাজিল হেরে যাওয়ার পরে রাফি পোস্ট করেন, কেন জানি মন খারাপ লাগছে। কাপটা মেসিই নিবে ইনশাআল্লাহ।

বুবলী, চিত্রনায়িকা

ব্রাজিল সমর্থন করেন চিত্রনায়িকা বুবলী। ব্রাজিলের প্রথম গোলের পর খুশি হয়ে নেইমারের ছবি যুক্ত করে ফেসবুকে বুবলী লিখেছেন: এইটাই ব্রাজিল। নেইমার রক্জ।

নিরব, চিত্রনায়ক

ব্রাজিলের পরাজয়ে অবাক হয়ে জনপ্রিয় অভিনেতা নিরব লিখেছেন: ব্রাজিল ব্যাড লাক।

Link copied!