আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল, ফিরতে পারেন নেইমার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২২, ১১:০০ এএম

আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল, ফিরতে পারেন নেইমার

কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে শেষ ১৬’র ম্যাচে মধ্যরাতে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরিমুক্ত নেইমার এই ম্যাচে মাঠে নামতে পারেন- এমন পূর্বাভাস দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

কাতারের ৯৭৪ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় খেলাটি শুরু হবে।

নেইমার, অ্যালেক্স সান্দ্রো ও দানিলো প্রথম ম্যাচের পর থেকেই ইনজুরির কারণে দলের বাইরে। এরবাইরে মূল একাদশের বাকি সবাইকে বিশ্রাম দিয়েছিলেন তিতে। সেই ম্যাচে এক গোলে পরাজিত হয় ব্রাজিল। ওই ম্যাচে একাদশে জায়গা পাওয়া গাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেস ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন।

সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়া নেইমার নকআউট পর্বে ফিরতে পারবেন কি-না এনিয়ে ছিল সংশয়। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামার আগে আশার কথা শুনিয়েছেন কোচ। জানাচ্ছেন, নেইমার ফিট। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবেন কি-না এটা পরিস্কার করেননি তিনি।

তিতে বলেন, আমাদের খেলোয়াড়রা সবাই ভালো ছন্দে আছে। গত ম্যাচে হারের ব্যাপারটা এখন মাথায় নিচ্ছি না আমরা। আজকের খেলা নিয়েই আমরা প্রস্তুত হচ্ছি। নেইমার প্রশিক্ষণ নিয়েছে। সবকিছু ঠিক থাকলে সে খেলবে।

Link copied!