আগস্ট ১০, ২০২২, ১২:৫৪ এএম
রোনালদো দ্য ফেনোমেনন। তিন তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলা ফুটবল কিংবদন্তি। জিতেছেন দুটি বিশ্বকাপ। ব্রাজিলিয়ান রোনালদোর ড্রিবলিং এখনও চোখে লেগে রয়েছে ফুটবলপ্রেমীদের। সেই রোনালদো লুইস নাজারিও ডি লিমা এবার উন্মোচন করলেন নিজ দেশ ব্রাজিলের বিশ্বকাপ জার্সি।
ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি এবারও তৈরি করেছে ব্রাজিলের বিশ্বকাপ জার্সি। নাইকি এবং রোনালদো মিলে ব্রাজিল ফুটবল যে ঐকতান সৃষ্টি করেছে ইতিহাসে, সেটি সবারই জানা। সেই নাইকির ডিজাইন করা জার্সিই ব্রাজিল ভক্তদের সামনে উপস্থাপন করলেন রোনালদো। কাতার বিশ্বকাপে সেলেসাওরা এই জার্সি পরেই তাক লাগাবে বিশ্বকে।
ব্রাজিলের বিশ্বকাপ জার্সিতে এবার দারুণ একটি নতুনত্ব এসেছে। দলটির বিখ্যাত হলুদ এবং সবুজ জার্সির মধ্যে চিতা বাঘের (জাগুয়ার) চামড়ার জলচাপ দেওয়া হয়েছে। এ কারণে বলা হচ্ছে, ব্রাজিলের জার্সিটি পরিবেশ বান্ধব। বন্যপ্রাণী সংরক্ষণে উদ্বুধ্ব করার লক্ষ্যেই এবার তাদের জার্সিতে চিতা বাঘের চামড়ার মতো এই প্রিন্ট দেওয়া হয়েছে।
২০ ব্ছর আগে সর্বশেষ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। যেটা ছিল তাদের ৫ম বা পেন্টা বিশ্বকাপ জয়। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদোকে দিয়েই তাই এবার বিশ্বকাপ জার্সি উন্মোচন করলো ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং নাইকি।
২০০২ বিশ্বকাপ ছিল রোনালদোর জন্য ফোনিক্স মোমেন্ট রূপকথার মূহুর্ত। চারটি বড় বড় ইনজুরি থেকে সেরে উঠে যেন জ্বলে উঠেছিলেন এই ফুটবল লেজেন্ড। শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুটও জিতেছিলেন তিনি।
চিতা বাঘের চামড়ার প্রিন্ট দেওয়ার অন্যতম কারণ হচ্ছে, দ্রুতগামী এই বন্যপশুটি ব্রাজিল জনগণেরও প্রতীক। মূলতঃ নিজেদের দেশের মানুষের প্রতীককে উৎকীর্ণ করার লক্ষ্যেই চিতা বাঘের (জাগুয়ার) ছাপ দেওয়া বিশ্বকাপ জার্সি তৈরি করা হয়েছে।
ব্রাজিলের জাতীয় রঙও হচ্ছে নিল এবং সবুজ। যা ব্যবহার করা হয়েছে জার্সির কলার এবং হাতার প্রান্তসীমায়। জার্সির বোতাম খুললেই দেখা যাবে ব্রাজিলের পতাকার প্রতিকৃতি।
জাগুয়ার প্যাটার্ন উৎকীর্ণ করা হয়েছে ব্রাজিলের অ্যাওয়ে জার্সির কাঁধ এবং হাতাতে। অ্যাওয়ে জার্সির রঙ নিল। কিন্তু কাঁধ থেকে হাতার প্রান্ত পর্যন্ত দেওয়া হয়েছে জাগুয়ার প্যাটার্ন। এরই মধ্যে বিভিন্ন অনলাইন শপে বিক্রি হতে শুরু করেছে ব্রাজিলের বিশ্বকাপের এই জার্সি।
সূত্র: গোল ডটকম