মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৩ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমে ব্যাট ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে চট্টগ্রাম। শামিম ৩৭ বলে করেন ৫২ রান। জবাবে তামিম ইকবালের অপরাজিত ৭৩ রানের পরও ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে ম্যাচ হারে ঢাকা।
এই জয়ে ৯ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে উঠলো চট্টগ্রাম। ৮ ম্যাচে ৩ জয়, ৪ হারে ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে নেমে গেল ঢাকা।
শেষ ওভারের প্রথম বলে কাইসকে শিকার করেন মৃত্যুঞ্জয়। পরের দুই বলে রান দেননি মৃত্যুঞ্জয়। চতুর্থ বলটি ওয়াইডে ১ রান, পঞ্চম বলে বাইতে ১ রান ও আর শেষ বলটি নো হয়। এতে শেষ বলের ফ্রি হিটে ৫ রানের প্রয়োজনে, ১ রান নিতে পারেন নাইম। ওভারে মৃত্যুঞ্জয় মাত্র ৫ রান দিলে ম্যাচ হেরে যায় ঢাকা। পুরো ওভারে মাত্র একবার স্ট্রাইক পান তামিম। বাকী বলগুলোতে স্ট্রাইক পেয়ে, দলকে জয়ের বন্দরে নিতে পারেননি নাইম। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে ঢাকা।
৫ বলে ২ রানে অপরাজিত থাকেন নাইম। ৫৬ বলে তামিমের অপরাজিত ৭৩ রান বৃথাই যায় শেষ পর্যন্ত। ৬টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তামিম। চট্টগ্রামের শরিফুল-মৃত্যুঞ্জয় ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শামিম।