দ্বিতীয় ম্যাচে লড়াই করতে পারেনি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ১১:৫৪ পিএম

দ্বিতীয় ম্যাচে লড়াই করতে পারেনি বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। 

টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নিয়েছিল। তবে ব্যাটসম্যানরা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১০৭ রান তোলে। জবাবে পাকিস্তান ১৮.১ ওভারে ২ উইকেটে ১০৯ তুলে ফেলে। ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান লিড নিয়েছে ২-০ তে। 

পাকিস্তানের ফখর জামান ও রিজওয়ানের দারুণ ব্যাটিংয়ে অনায়াস জয় এসেছে। ৪৫ বলে তিনি ৩৯ রান করেন। আর ফখর আউটই হননি। ৫১ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন উইকেটে। বাংলাদেশ ৮ জন বোলার ব্যবহার করেছে। অধিনায়ক বাবর আবার ব্যর্থ এবার মোস্তাফিজের বলে বোল্ড হন ১ রানে। আর রিজওয়ানের উইকেট আমিনুলের। মোস্তাফিজ ২.১ ওভারের পর আর বল করতে পারেননি। কারণ এক ভক্ত মাঠে প্রবেশ করেন। আর মোস্তাফিজকে ছুঁয়ে ফেলেন। বায়ো বাবলের রুলসে মোস্তাফিজ মাঠ ছেড়ে যান।   

এর আগে বাংলাদেশ ব্যাটিংয়ে লড়াই করতে পারেনি। দলীয় সর্বোচ্চ ৪০ রান করেছে নাজমুল হোসেন শান্ত। আর আফিফের ২০ রানের ইনিংসটি যা গ্যালারিকে বিনোদন দিয়েছে। শাহেনশাহ ও সাদাব ২টি করে উইকেট নিয়েছেন। 

২২ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে এই মিরপুরে। আর ২ টেস্টের প্রথমটি চট্টগ্রামে শুরু হবে ২৬ নভেম্বরে। 

Link copied!