বাজেট : আবারও কমছে কর্পোরেট কর

নিজস্ব প্রতিবেদক

জুন ১, ২০২১, ১২:০৪ এএম

বাজেট : আবারও কমছে কর্পোরেট কর

২০১৫-১৬ অর্থবছর থেকে টানা ছয় বছর ধরে ব্যবসায়ীরা দাবি করলেও কমেনি কর্পোরেট কর। কিন্তু চলতি অর্থবছরে করোনার কারনে এই কর্পোরেট করহার কমানো হয়েছিল। যার প্রেক্ষিতে ২০২১-২২ অর্থবছরেও আরেকদফা কমছে কর্পোরেট কর।এতে আগামী অর্থবছরে রাজস্ব কিছুটা কম এলেও বিনিয়োগ বাড়ার পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে বলে মনে করছে সরকার। 

আড়াই শতাংশ হারে কমছে

সূত্র জানায়, অভ্যন্তরীণ উৎপাদন, সরবরাহ ও কর্মসংস্থান বাড়াতে পুঁজিবাজারে নেই এমন প্রতিষ্ঠানের করপোরেট কর ২ দশমিক ৫ শতাংশ কমানো হতে পারে। নতুন বিনিয়োগে উদ্বুদ্ধ করা, কোম্পানি সমপ্রসারণ ও এফডিআই আকর্ষণে করপোরেট করে ছাড় দেয়ার পরিকল্পনা করেছে এনবিআর। বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকেও করপোরেট কর কমানোর দাবি রয়েছে। ছয় বছর পর চলতি অর্থবছর ২ দশমিক ৫ শতাংশ কর কমানো হয়। আগামী বাজেটে করোনা বিবেচনায় আরো আড়াই শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

বর্তমানে কর্পোরেট করহার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২৫ শতাংশ, তালিকাবহির্ভূত কোম্পানি ৩২ দশমিক ৫, পুঁজিবাজারে তালিকাভুক্ত ও ২০১৩ সালে অনুমোদন পাওয়া নতুন ব্যাংক ৩৭ দশমিক ৫, তালিকাবহির্ভূত ব্যাংক ৪০, মার্চেন্ট ব্যাংক ৩৭ দশমিক ৫০, সিগারেট, জর্দা ও গুলসহ তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী কোম্পানি ৪৫, তালিকাভুক্ত মোবাইল কোম্পানি ৪০ ও তালিকাবহির্ভূত কোম্পানি ৪৫ এবং লভ্যাংশ আয়ের ওপর ২০ শতাংশ করপোরেট কর দেয়। এর বাইরে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান ১০ ও ১২ শতাংশ এবং সমবায় প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ হারে করপোরেট ট্যাক্স দিতে হয়।

সম্পদশালীদের কর বাড়বে

এদিকে রাজস্ব বাড়াতে সম্পদশালীদের কাছ থেকে বেশি কর আদায়ের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বাড়ানো হচ্ছে সম্পদ কর বা সারচার্জ। ন্যূনতম সারচার্জ বাতিল করে স্ল্যাব পুনর্গঠন করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

Link copied!