নিজেরাই মহাকাশ স্টেশন গড়ে তুলবে, ঘোষণা রাশিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২২, ১০:৩৪ এএম

নিজেরাই মহাকাশ স্টেশন গড়ে তুলবে, ঘোষণা রাশিয়ার

আগামী দুই বছরের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পাশাপাশি নিজেরাই মহাকাশ স্টেশন গড়ে তুলবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, স্থনীয় সময় ল মঙ্গলবার (২৬ জুলাই) রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের নবনিযুক্ত প্রধান ইউরি বরিসভ আন্তর্জাতিক মহাকাশ স্টেশণ থেকে সরিয়ে আসার পাশাপাশি নিজেরা মহাকাশ স্টেশন গড়ে তোলার ঘোষণা দেন।

তিনি বলেন, ‘‘আমরা এতোদিন সব পক্ষের সাথে মিলেই কাজ করেছি, তবে ২০২৪ সালে এ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’’

রাশিয়ার এই মহাকাশ কর্মকর্তা আরও বলেন, ‘‘২০২৪ সালের মধ্যেই আমরা আমাদের নিজেদের মহাকাশ স্টেশন নির্মাণ শেষ করবো। ফলে রাশিয়ার নভোচারিরা নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন যা দেশটির মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।’’

মহাকাশে নতুন আরেকটি মহাকাশ স্টেশন আলাদাভাবে পরিচালিত হওয়া মানেই মহাকাশে মার্কিন সংস্থা নাসার একাধিপত্যের প্রতি চ্যালেঞ্জ বলেই মনে করছেন পররাষ্ট্র বিশ্লেষকরা।

Link copied!