কিয়েভে ৩৫ ঘন্টার কারফিউ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২২, ০৫:০১ পিএম

কিয়েভে ৩৫ ঘন্টার কারফিউ

বাংলাদেশ সময় আজ রাত ১২টা থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে শুরু হচ্ছে টানা ৩৫ ঘন্টার কারফিউ। ৩৫ ঘন্টার এ কারফিউ ইউক্রেন সময় রাত ৮টা এবং আন্তর্জাতিক সময় জিএমটি অনুযায়ী সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে। 

ওদিকে মঙ্গলবার, রুশ বিমান বাহিনী কিয়েভের বেশ কয়েকটি আবাসিক ভবন এবং একটি মেট্রো স্টেশনে বোমা হামলা চালিয়েছে। যুদ্ধ বিরতির আশায় আবারও বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। মরিউপুল থেকে ১৬০টি গাড়িতে করে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৩ মিলিয়ন নাগরিকের শহর কিয়েভ থেকে এরইমধ্যে তিনভাগের দুইভাগ নাগরিক রুশ হামলার কারণে পালিয়ে গেছে।    

Link copied!