মারিউপুল শহরের নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান প্রত্যাখান করেছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচাক। রুশ সামরিক বাহিনীর জেনারেল মিখাইল মিজিন্টসেভ রবিবার এক ব্রিফিংয়ে মারিউপুলের ইউক্রেনিয়ান সৈন্যদের অস্ত্র ফেলে দিতে আহবান জানান। যারা আত্মসমর্পন করবে, তাদের নিরাপদে যেতে দেওয়া হবে বলে জানিয়ে রুশ ওই জেনারেল মারিউপুলে একটি হিউম্যান করিডর করার কথা বলেন।
এর জবাবে ভেরেসচাক বলেছেন, ‘খুব ভালোভাবেই রুশ সৈন্যদের প্রতিহত করছে আমাদের সৈন্যরা। আত্মসমর্পনের কোন প্রশ্নই ওঠে না।’ রুশ হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলা শহরগুলোর মধ্যে মারিউপুল অন্যতম। রুশ বোমা হামলার কারণে ৪ লাখ বাসিন্দার এ শহরের অধিকাংশ বেসামরিক নাগরিকই আটকা পড়েছেন। খাবার, পানি এবং বিদ্যুৎ সংকটের মধ্যেই দিন কাটাতে হচ্ছে ওই নাগরিকদের। মারিউপুল সিটি কাউন্সিল জানিয়েছে, মারিউপুল থেকে কয়েক হাজার বাসিন্দা জীবন বাঁচাতে হামলা চালানো রাশিয়াতে গিয়েই আশ্রয় নিয়েছেন।
জাতিসংঘ বলছে, গত প্রায় ১ মাসের যুদ্ধে এখন পর্যন্ত ১ কোটিরও বেশি নাগরিক ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনড় অবস্থানের কারণে ক্রমেই ইউক্রেন-রাশিয়ার এ যুদ্ধে মার্কিনীদের জড়িয়ে পড়ার আশংকা দেখা দিচ্ছে। সম্প্রতি চীনও যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তি রক্ষায় দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছে।