রাশিয়ার বিরুদ্ধে আরও বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতির অবনতি না ঘটানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এক সরকারি সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে বিবিসি। সভাটি রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছে।
সভায় পুতিন বলেন, “প্রতিবেশীদের নিয়ে আমাদের কোন অশুভ উদ্দেশ্য নেই। আমাদের সম্পর্ককে আরও খারাপ করবে, এমন আরও ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন দেখছে না আমার সরকার।”
“আমি মনে করি, কীভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা করা যায় এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায়, সবার সে বিষয়ে ভাবা উচিত”, তিনি যোগ করেন।