ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহবানের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৭, ২০২২, ০৪:৫৬ পিএম

ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহবানের দাবি

ইউক্রেনে মানবিক পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার জরুরি বৈঠকের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে সদস্যদেশগুলো। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড এ অনুরোধ জানিয়েছে বলে খবর দিয়েছে এএফপির।

টুইটে ব্রিটিশ কূটনৈতিক মিশন জাতিসংঘকে বলেছে, রাশিয়া যুদ্ধাপরাধ করছে। বেসামরিক নাগরিকদের তাঁরা হামলার লক্ষ্যবস্তু করেছে। ওই টুইটে ব্রিটিশ কূটনৈতিক মিশন আরও বলেছে, ‘ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধ আমাদের সবার জন্য হুমকি।’

এর আগের দিন রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট পিছিয়ে দিতে আবার আহ্বান জানিয়েছে। ইউক্রেনে মানবিক পরিস্থিতি নিয়ে খসড়া প্রস্তাবের ওপর ওই ভোট হওয়ার কথা।

Link copied!