ইউক্রেনে সামরিক হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। বাংলাদেশ সময় শনিবার ভোরে নিরাপত্তা পরিষদে এ বিষয়ে বিতর্ক হওয়ার পর উত্থাপিত নিন্দা প্রস্তাবে রুশ কর্মকর্তারা এ পদক্ষেপ নেন বলে ব্রিটিশ গণমিাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়।
আমেরিকা এবং আলবানিয়া এই নিন্দাপ্রস্তাব আনে৷ এছাড়া অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, জার্মানি, ইটালি, লিউচটেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া এবং ব্রিটেন সহযোগী রাষ্ট্র হিসেবে প্রস্তাবের সমর্থন করে৷ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশ – রাশিয়া, চিন, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স ৷ রাশিয়া নিন্দা প্রস্তাবে ভেটো প্রয়োগ করায় তা খারিজ হয়ে যায় ৷
এর আগে ১১টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোট দেওয়া থেকে বিরত ছিল বলে জানা গেছে।
বিতর্ক চলাকালে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ইউক্রেন যে ধরণের আগ্রাসন মোকাবেলা করছে তা প্রতিরোধ করার জন্য প্রস্তাবটি আনা হয়েছিল।