ইউক্রেন বিজয়ের পথে, বললেন জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২২, ১২:১৮ এএম

ইউক্রেন বিজয়ের পথে, বললেন জেলেনস্কি

ইউক্রেন এখন বিজয়ের পথে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন একটি ‘বাঁকবদলের সন্ধিক্ষণে’ পৌঁছে গেছে এবং ‘বিজয়ের পথে’ রয়েছে। বিবিসি লাইভের খবরে এ তথ্য জানানো হয়।

টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, “আমাদের  ইউক্রেনীয় ভূমিকে মুক্ত করতে কত দিন লাগবে, তা এখন বলা সম্ভব নয়। তবে এটা বলা সম্ভব যে আমরা তা করতে পারব। কারণ, আমরা ইতিমধ্যে কৌশলগতভাবে বাঁকবদলের সন্ধিক্ষণ পৌঁছে গেছি। আমরা বিজয়ের পথে আছি।”

জেলেনস্কি বলেন, এই যুদ্ধে ‘শক্তিশালী এবং একরোখা শত্রুর’ বিরুদ্ধে ‘দেশপ্রেমের যুদ্ধ’, যে শত্রুর নিজেদের হাজার হাজার সেনার মৃত্যুর বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই।’

রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে—এমন খবরের বিষয়টি উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “এখানে কামান, বোমা, ক্ষেপণাস্ত্র রয়েছে। এখন সিরিয়ার ভাড়াটে যোদ্ধারা রয়েছে, যারা এখানে কে কোন ভাষায় কথা বলে সেই পার্থক্য পর্যন্ত করতে পারে না। তাদের বিদেশি ভূমিতে আনা হয়েছে শুধু হত্যাযজ্ঞ চালাতে।”

রাতভর ইউক্রেনের নতুন নতুন শহরকে লক্ষ্য করে রাশিয়ার হামলার ব্যাপকতা বৃদ্ধির প্রেক্ষাপটে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নকে তাদের (ইউক্রেন) আরও বেশি সহায়তা করতে আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, “রাতে হামলাকারীরা জুতার কারখানায়, অনেকগুলো ফ্ল্যাট ও দিনিপ্রোর একটি নার্সারিতে বোমা হামলা করে। কিসের জন্য? এটি যদি চলতে থাকে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়...আমরা আরও নিষেধাজ্ঞা আশা করছি। রাশিয়াকে এই ভয়াবহ যুদ্ধে মূল্য দিতে হবে।”

Link copied!