ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে আরও এক জেনারেল নিহত হয়েছেন। নিহত জেনারেলের নাম ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভ। তিনি রাশিয়ান সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার পদে নিয়াজিত ছিরেন।
রুশ সংবাদ সংস্থা তাস’র বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রুশ জেনারেলেরর মৃত্যুর খবর নিশ্চিত করে সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলোভ বলেন, “পেট্রোভিচ ফ্রোলভ ইউক্রেন যুদ্ধে বীরত্বপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। দোনবাসের শিশু, নারী আর বৃদ্ধরা যেন আর বোমার শব্দ না শোনেন যে জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।”
আরও পড়তে পারেন: ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা নিহত, দাবি রাশিয়ার
এদিকে, কৃষ্ণসাগরের যুদ্ধজাহাজ মস্কভ ডুবে যাওয়ার পর থেকে ইউক্রেনের রাজধিানী কিয়েভসহ বেশ কয়েকটি অঞ্চলে নতুন করে রুশ হামলা জোরদার করেছে। মস্কোর কর্মকর্তারা বলেছেন, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছে।
প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।