ইউক্রেনে পুতিনের জয় কোনোদিনই হবে না: বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২২, ০৩:৩২ পিএম

ইউক্রেনে পুতিনের জয় কোনোদিনই হবে না: বাইডেন

ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয় কোনোদিনই হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনে অভিযান শুরুর পরই রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের দেশগুলো। তারপরও  পুতিন বাহিনীর আগ্রাসন ঠেকানো যায়নি।

আরও পড়তে পারেন- রুশ হামলায় ৬১ হাসপাতাল ধ্বংস: ইউক্রেন

শুধু সরকারই নয়, কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, লিভাইজ, নেটফ্লিক্স-সহ পশ্চিমের বিভিন্ন বহুজাতিকও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগ ছিন্ন করেছে। এ বার লাগাতার নিষেধাজ্ঞার তালিকায় নবতম সংযোজন, রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি বন্ধ।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদেনে বলা হয়, স্থানীয় সময় বুধবার হোয়াইট হাইস থেকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়তে পারেন-দুই দিনের মধ্যে কিয়েভ দখল করতে চেয়েছিলেন পুতিন: সিআইএ

ভারতীয় আনন্দবাজারের খবরে বলা হয়,  এ দিন বাইডেন নিষেধাজ্ঞার ঘোষণা করার পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে আক্রমণ করে কথা বলেছেন। হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘পুতিন কোনও একটি শহর দখল করতেই পারেন, কিন্তু গোটা ইউক্রেনে কোনও দিনই প্রভাব বিস্তার করতে পারবেন না। কারণ ইউক্রেনে স্বাধীনচেতাদের বাস। আর এই আগ্রাসনের কী বিপুল মূল্য যে পুতিনকে চোকাতে হবে, তা ওঁরা ভাবতেও পারছেন না।’’

জাতিসংঘ জানিয়েছে, এই মুহূর্তে অন্তত ২০ লাখ ইউক্রেনবাসী দেশ ছেড়েছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখেনি ইউরোপ।

এ প্রসঙ্গেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন বলেন, ‘আগামী প্রজন্ম ইতিহাস পড়ে জানতে পারবে, ইউক্রেনের মতো একটা ছোট দেশ, রাশিয়াকে কতটা দুর্বল আর বাকি পৃথিবীকে কতটা সক্ষম করে দিয়েছিল।’ ইউক্রেনের জনগণের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র আছে বলেও এ সময় জানান বাইডেন।

Link copied!