ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা যাওয়া শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ০৪:১৫ পিএম

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা যাওয়া শুরু

রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সহায়তার কিছু চালান রাজধানী কিয়েভে পাঠিয়েছে। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার মধ্যে থাকছে দূরপাল্লার কামান, উপকূল প্রতিরক্ষা ড্রোন, ভারি সাঁজোয়া যান এবং ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে ইউক্রেনকে ৮০ কোটি ডলারের অতিরিক্ত সামরিক সহায়তার অনুমোদন দেন।  

এদিকে, সামরিক সহায়তার বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো বলেছে, ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে। মস্কোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘অত্যন্ত স্পর্শকাতর’ অস্ত্র-সরঞ্জাম ইউক্রেনকে দিয়ে ‘সংঘাতে তেল ঢালা হচ্ছে’ যা ‘অপ্রত্যাশিত পরিণতি’ ডেকে আনতে পারে।

Link copied!