ইউক্রেনের বেশ কয়েকটি শহরের পুনঃদখল নিয়েছে দেশটির সৈন্যরা। রুশ সৈন্যদের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে তারা সফলতা পেতে শুরু করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজধানী কিয়েভের পূর্বদিকে ৩৫ কিলোমিটার পর্যন্ত এলাকা ইউক্রেন সৈন্যরা পুনরায় দখলে নিয়েছে।
এমন অবস্থায় রুশ সৈন্যরা কিভাবে আত্মসমর্পন করবে তার উপর একটি নিবন্ধ লিখেছে ইউক্রেনের একটি সংবাদ মাধ্যম। রাশিয়ান ভাষায় প্রকাশিত ওই আর্টিকেলে লেখা হয়েছে, “তোমাদের অস্ত্রগুলো পাশে রাখো, সোজা হয়ে দাড়াও এবং হাত উচুঁ করে বলো, সারেন্ডার,! আত্মসমর্পন করলে কয়েকদিন যুদ্ধ বন্দি থাকার পর নিরাপদে দেশে ফিরে যেতে দেওয়ার কথাও বলা হয়েছে।”
ওদিকে গত সপ্তাহে মারিউপুলের একটি থিয়েটারে রুশ বোমা হামলার স্থান থেকে ৩শটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ১৬ আগস্ট ওই থিয়েটারটিতে হামলা করে রুশ বাহিনী, যেখানে শিশুসহ প্রায় ১২শ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিলো।