ইউক্রেনে যুদ্ধে নেমেছে সাবেক মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৭, ২০২২, ০১:৪৪ এএম

ইউক্রেনে যুদ্ধে নেমেছে সাবেক মার্কিন সেনা

রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনের সৈন্যদের সহায়তায় নেমেছে মার্কিন নাগরিকরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত নানা ভিডিওতে এর প্রমাণ মিলেছে। এসব ভিডিওতে ইউক্রেনের যুদ্ধের ময়দানে দেখা গেছে মার্কিন নাগরিকদের। 

এ সংক্রান্ত দুটি ভিডিও টুইটারে প্রকাশ করা হয়েছে। এর একটিতে বিধ্বস্ত সামরিক যানের সামনে এক মার্কিন নাগরিককে দেখা যায়। ওই যানটি রাশিয়ার ট্যাংক বলে দাবি করা হয়েছে। এ সময় আশপাশে থাকা ইউক্রেনীয়দের ‘আমেরিকায় স্বাগতম’ বলে উল্লাস করতে শোনা যায়। তাঁদের সঙ্গে গলা মেলান ওই মার্কিনও।

অপর একটি ভিডিওতে একটি গ্রামের রাস্তার ধারে দেয়ালের পেছনে সেনাসদস্যদের অবস্থান নিতে দেখা যায়। ভিডিওটি ধারণকারী যোদ্ধাকে মার্কিন উচ্চারণে বলতে শোনা যায়, তাঁরা রাশিয়ার দখল থেকে গ্রামটি মুক্ত করেছেন।

প্রথম ভিডিওটি ধারণ করেছেন জেমস ভাসকুয়েজ নামের মার্কিন সেনাবাহিনীর সাবেক এক সদস্য। তাঁর টুইটার অ্যাকাউন্টে দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ডে পৌঁছান তিনি। পরদিন সীমান্ত পেরিয়ে ইউক্রেনে প্রবেশ করেন। নজরদারির কাজে ব্যবহার করা একাধিক ড্রোন সঙ্গে এনেছেন ভাসকুয়েজ। ১৮ মার্চ ইউক্রেনের লিভিভ শহর থেকে তাঁকে সম্মুখযুদ্ধের জন্য পাঠানো হয়।

Link copied!