ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাবে ন্যাটোর ২৭ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১০:০৪ পিএম

ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাবে ন্যাটোর ২৭ দেশ

ইউক্রেনে রাশিয়ার হামলা মোকাবিলায় দেশটির সহযোগিতায় উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর ২৭ দেশ প্রস্তুত রয়েছে। ন্যাটোর সদস্য না হওয়ায় ইউক্রেনের পক্ষে সরাসরি যুদ্ধ না করতে পারলেও এসব দেশ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে যাবে। মার্কিন গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্কাই নিউজের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপের ২৭ দেশ সামরিক সরঞ্জামের পাশাপাশি ইউক্রেনে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠানোরও পরিকল্পনা করছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী রুশ আগ্রাসন থেকে রক্ষার উপায় বের করতে গতকাল শুক্রবার রাতে অনলাইনে একটি আলোচনাসভার আয়োজন করেন। এতে ন্যাটোর সদস্য রাষ্ট্রসহ ২৫ দেশ অংশগ্রহণ করে। সবাই ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাতে একমত পোষণ করে।ন্যাটোর সদস্য নয়, এমন অনেক দেশও ইউক্রেনে সামরিক সহায়তা করতে প্রস্তত।

এদিকে, রাশিয়ার সামরিক হামলার বিরুদ্ধে সহযোগিতার অংশ হিসেবে ফ্রান্স অস্ত্রসহ সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানিয়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এক টুইটবার্তায় তিনি এ তথ্য জানান।

জেলেনস্কি বলেন, “ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার সকালে কথা বলার মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে নতুন দিন শুরু হয়েছে। ফ্রান্সের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম এখন ইউক্রেনের পথে।”

শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়ার সংঘাত অনেক দূর পর্যন্ত গড়াবে। এই সংকট স্থায়ী হবে, যুদ্ধ স্থায়ী হবে। এ জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে “

এর আগে, ইউক্রেনের সহায়তায় দেশটিতে সর্বপ্রথম প্রকাশ্যে সামরিক সরঞ্জাম পাঠায় পোল্যান্ড। গতকাল শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিওস ব্লাকজ্যাক এক টুইটবার্তায় বলেন, এটি ইউক্রেনে সামরিক সহায়তার প্রথম প্রকাশ্যে চালান।

তিনি বলেন, “আমরা ইউক্রেনকে গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। ইতোমধ্যে আমাদের দেওয়া সব সরঞ্জাম ইউক্রেন সেনাদের কাছে পৌঁছেছে। আমরা ইউক্রেনীয়দের পাশে দাঁড়িয়েছি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি।”

Link copied!