ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৬:৫৬ পিএম
ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সীমান্ত খুলে রাখতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি বলেছে, হামলা শুরুর পর থেকে ইউক্রেনের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এরইমধ্যে দলে দলে দেশটি থেকে বেসামরিক নাগরিকরা বিভিন্ন আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছেন। অনেকে এখনও আশ্রয়ের সন্ধানে ঘুরছেন। সংঘর্ষ চলা এলাকায় উদ্ধার অভিযানসহ নানা কাজ করে যাচ্ছে সংস্থাটি।