আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এ গেলেন রাশিয়ার তিন নভোচারি। ওই তিন নভোচারী ইউক্রেনীয় পতাকার রঙের পোশাক পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। এটিকে রুশ সরকারের ইউক্রেন আক্রমণের বিরোধিতার বহিঃপ্রকাশ হিসেবেই অনেকে মনে করছেন। তবে পোশাকের ওই রঙের ব্যাপারে সংশ্লিষ্ট কারো কোনো মন্তব্য বা বক্তব্য জানা যায়নি।
তিন রুশ মহাকাশচারী হচ্ছেন কমান্ডার ওলেগ আর্তেমিয়েভ, ডেনিস মাতভিভ এবং সের্গেই করসাকভ। তারা সাড়ে ছয় মাসের মিশনে শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। কাজাখস্তান থেকে রুশ স্পেস ক্যাপসুলে তিন ঘণ্টার যাত্রার পর তারা আইএসএসে যান।
গত মাসে রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনকে আক্রমণ করার পর এই তিন ব্যক্তিই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যোগ দেওয়া প্রথম অভিযাত্রী।চারজন মার্কিন, দুই রুশ এবং একজন জার্মান নভোচারী ইতিমধ্যে আইএসএসে ছিলেন। তারা নতুন তিনজনকে স্টেশনে উষ্ণভাবে স্বাগত জানান। আইএসএস রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপান এবং কয়েকটি ইউরোপীয় দেশের এক যৌথ প্রকল্প। দুই বিশ্বশক্তির মধ্যে উত্তেজনার ওঠানামা সত্ত্বেও দুই দশক ধরে এ সহযোগিতা অব্যাহত।
স্টেশনে হ্যাচ খোলার পর নীলের ছোঁয়াসহ মূলত উজ্জ্বল হলুদ বিশেষ পোশাক পরা তিনজন হাস্যোজ্জ্বল নভোচারী একে একে স্টেশনে প্রবেশ করেন। ওই মুহূর্তটি যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা এবং রাশিয়ার সংস্থা রসকসমস লাইভ-স্ট্রিম করে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রুশ নভোচারীদের প্রচলিত ইউনিফর্মটি সাদা ও নীল রঙের হয়ে থাকে। অন্তত একজন নভোচারীকে এদিন টেক-অফের আগে সেটিই পরে থাকতে দেখা গিয়েছিল।
কয়েক দিন আগেই মার্কিন মহাকাশচারী মার্ক ভ্যান্ডে হেই আইএসএস ছেড়ে পৃথিবীতে ফেরেন। নাসার আগের রেকর্ড ভেঙে কক্ষপথে ৩৫৫ দিন কাটিয়েছেন তিনি।
সূত্র : এএফপি, বিবিসি