ইউক্রেনের ডোনবাসে রুশ বাহিনীর চূড়ান্ত হামলা শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২২, ১০:৪৫ পিএম

ইউক্রেনের ডোনবাসে রুশ বাহিনীর চূড়ান্ত হামলা শুরু

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানৎস্ক ও দোনেৎস্ক শহর নিয়ে গঠিত ডোনবাসের এলাকায় ওপর চূড়ান্ত হামলা শুরু করেছে রুশ সৈন্যরা। হামলায় ২০ জন নিহত হয়েছেন। রুশ হামলার কারণে ওই এলাকা ছেড়ে যেতে শুরু করেছেন বেসামরিক নাগরিকরা। তবে অভিযোগ উঠেছে, রুশ সৈন্যদের প্রতিবন্ধকতার কারণে নাগরিকরা নিরাপদে সরে যেতে পারছেন না তারা।

সম্প্রতি রুশ সেনাবাহিনী ঘোষণা করে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য শহর থেকে নজর সরিয়ে রাশিয়ার দৃষ্টি এখন রুশপন্থী অধ্যুষিত ডোনবাস শহরের পুরো দখল। ২০১৪ সালে ইউক্রেনের অংশ ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। এরপর থেকে দোনেৎস্ক ও লুহানৎস্ক শহরের রুশপন্থীরা রাশিয়ার অংশ হতে আন্দোলন করে আসছে। আন্দোলনের সময় ইউক্রেনের সেনাবাহিনীর কাছে তারা নানাভাবে নির্যাতিত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

সংবাদ মাধ্যমগুলো বলছে, এই অঞ্চলে ইতিমধ্যেই ভারী গোলাবর্ষণ শুরু হয়েছে এবং কর্মকর্তারা বেসামরিক লোকদের পালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। কিন্তু যুদ্ধের তীব্রতা স্থানান্তরকে বাধাগ্রস্ত করতে শুরু করেছে। লুহানস্কের গভর্নর সের্গেই গেইডে বলেছেন, রুশ গোলায় লুহানস্কের উত্তরে শাস্তিয়া শহরে একটি রেলপথ ক্ষতিগ্রস্ত করেছে। যে রেলপথট ব্যবহার করে ইউক্রেনের নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছিলো।

Link copied!