মার্চ ১০, ২০২২, ০১:৫৯ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপস করবেন।
কিয়েভ থেকে ভাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সংবাদমাধ্যম আলজাজিরায় এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি মনে করেন, রাশিয়ার সেনারা ইউক্রেনে যে ধরনের প্রতিরোধের মুখে পড়ছে তা দেখার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপস করে হামলা বন্ধ করবেন।
তিনি বলেন, আমি মনে করি তিনি (পুতিন) করবেন। আমার মনে হয়, আমরা কতটা শক্তিশালী তিনি তা দেখেছেন। তবে আমাদের একটু সময় লাগবে।
এ সময় তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি পুতিনকে বিশ্বাস করেন কিনা?
জবাবে জেলেনস্কি বলেন, বিশ্বাস? কোনোভাবেই নয়। আমি শুধু আমার পরিবারকে বিশ্বাস করি।
এর পর তিনি বলেন, শুধু সংলাপের মাধ্যমেই এ যুদ্ধ শেষ হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয় পুতিনের প্রতি তার কোনো বার্তা আছে কিনা? তখন জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধ করুন। আলোচনা শুরু করুন। এতটুকুই।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে ভয়াবহ যুদ্ধ চলছে।
আরও পড়ুন:
ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র