ইউক্রেনের সেনাদের ক্ষমতা দখল করতে বললেন পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১১:৩০ পিএম

ইউক্রেনের সেনাদের ক্ষমতা দখল করতে বললেন পুতিন

সরকারকে হটিয়ে দেশের ক্ষমতা নিজেদের হাতে তুলে নিতে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বার্তায় ইউক্রেন সরকারকে নব্য-নাৎসি অভিহিত করে পুতিন বলেছেন, কিয়েভ ও  খারকিভসহ শহরগুলোতে একাধিক রকেট লঞ্চ সিস্টেম ও ভারি অস্ত্র স্থাপন করেছে ইউক্রেন সরকার। তারা বিশ্বজুড়ে সন্ত্রাসীদের মতো আচরণ করছে। মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে, যেন শান্তিপ্রিয় জনগণের হতাহত হওয়ার ঘটনার দায় রাশিয়ার ওপর চাপানো যায়।

“এটা নিশ্চিতভাবেই জানা গেছে যে, বিদেশি পরামর্শদাতা, সর্বোপরি যুক্তরাষ্ট্রের উপদেষ্টাদের সুপারিশে এসব ঘটছে,” যোগ করেন পুতিন।

এরপর ইউক্রেনের সামরিক বাহিনীর উদ্দেশে তিনি বলেন, “আমি আবারও ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সেনাদের বলছি, নব্য-নাৎসি ও ব্যান্ডেরাইটদের আপনাদের সন্তান, আপনাদের স্ত্রী এবং বয়স্কদের মানব ঢাল হিসাবে ব্যবহার করার অনুমতি দেবেন না।”

তিনি আরও বলেন, “আপনারা ক্ষমতা নিজেদের হাতে নিন। মনে হচ্ছে, কিয়েভের মাদকাসক্ত এবং নব্য-নাৎসিদের দলের সঙ্গে নয়, আপনাদের সঙ্গে আমাদের কোনো চুক্তিতে পৌঁছানো বেশি সহজ হবে।”

আরও পড়ুন:

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দেবে রাশিয়া: ক্রেমলিন

Link copied!